হাদি হত্যার বিচার দাবিতে ফুঁসে উঠেছে বরিশাল, রাজপথে জনতার ঢল

বরিশাল প্রতিনিধি:
হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে আবারও উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এবং বরিশালের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আজ বিকাল ৩টায় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবি জানান।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ জনগণ একটাই দাবি তুলে ধরেন—অতি দ্রুত হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিক্ষোভকারীরা “হাদি হত্যার বিচার চাই”, “খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, দিনের আলোতে এমন একটি হত্যাকাণ্ডের পরও যদি বিচার প্রক্রিয়ায় গড়িমসি করা হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচি চলাকালে নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




