
আলেকান্দা সরকারি কলেজের অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনে প্রধান সড়কে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের ১১ দফা দাবির বাস্তবায়নের জন্য মানববন্ধন ও স্লোগান দেয়।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—কলেজ ভবনের জরাজীর্ণ অংশ সংস্কার, শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরির সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, এবং ছাত্রাবাসে আবাসন সংকট নিরসনসহ অন্যান্য মৌলিক দাবি।
অবরোধের কারণে সড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয় এবং সাধারণ পথচারীরা ভোগান্তিতে পড়েন। তবে শিক্ষার্থীরা জানান, দাবি পূরণে প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
এ বিষয়ে কলেজ প্রশাসনের এক কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।



