জাতীয় নাগরিক পার্টির বরিশাল জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

নিউজ রিপোর্ট:
বরিশালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আজ বেলা ৩টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অফিসিয়াল ফেসবুক পেইজে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসানাত আবদুল্লাহ ও আখতার হোসেন স্বাক্ষরিত ৫৮ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাঈদ মুসা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ আবু সাঈদ (ফেরদৌস)।
নবনিযুক্ত আহ্বায়ক আবু সাঈদ মুসা তার প্রতিক্রিয়ায় বলেন,
“জাতীয় নাগরিক পার্টির আদর্শকে সামনে রেখে বরিশালে একটি শক্তিশালী, সংগঠিত ও জনবান্ধব রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
সদস্য সচিব মুহাম্মাদ আবু সাঈদ (ফেরদৌস) বলেন,
“এই কমিটি বরিশালে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। তরুণ, মেধাবী ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে আমরা তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে কাজ করব।”
নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা দু’জনই বলেন, দলের ওপর অর্পিত এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমে পালন করা হবে এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে বরিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






