শিক্ষা

তাকওয়া হেলথ কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে অষ্টম ব্যাচের বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

তাকওয়া হেলথ কেয়ার এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের অষ্টম ব্যাচের ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান ডা: মো: মামুন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ক্লাস টিচার ডা: ফাতেমা তুজ জোহরা, ডা: রাহাত হোসেন এবং রেজিস্ট্রার ইমা ম্যাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল টুডে’র সম্পাদক নাজমুল হাসান, বিশেষ প্রতিনিধি আসিফ আলীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে স্বাস্থ্যসেবায় অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের উপস্থিতিতে এক আনন্দঘন ও স্মরণীয় পরিবেশের সৃষ্টি হয়। শেষে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button