সারাদেশ
ঝালকাঠি-১ এর পরিবর্তনের স্বপ্ন এখন বাস্তবের পথে: ডা. মাহমুদা মিতু

ঝালকাঠি-১ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। গণঅভ্যুত্থানের তরুণ নেতা নাহিদ ইসলাম এর হাত থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন ডা. মাহমুদা মিতু। তাঁদের হাতে থাকা প্যাকেটে স্পষ্টভাবে লেখা ছিল — “ঝালকাঠি-১ এর পরিবর্তনের স্বপ্ন” — যা এখন জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নাহিদ ইসলাম হাসিমুখে ফরমটি তুলে দিচ্ছেন ডা. মাহমুদা মিতুর হাতে। এই প্রতীকী মুহূর্তটি অনেকের চোখে এসেছে পরিবর্তনের অঙ্গীকার হিসেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. মাহমুদা মিতুর মাঠে নামা ঝালকাঠি-১ এর নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় স্বাস্থ্যসেবা ও সমাজসেবায় যুক্ত আছেন, যা তাঁকে জনগণের কাছে একজন পরিচিত ও বিশ্বস্ত মুখে পরিণত করেছে।



