ক্যাম্পাসশিক্ষাসারাদেশ

বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের প্রথম সমাবর্তন সম্পন্ন — ৩ হাজার গ্রাজুয়েটের অংশগ্রহণ

বরিশালের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (UGV)-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট প্রায় ৩ হাজার গ্রাজুয়েট শিক্ষার্থী অংশ নেন, যা বরিশাল অঞ্চলের অন্যতম বৃহত্তম সমাবর্তন হিসেবে গণ্য করা হচ্ছে।

রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নবীন গ্রাজুয়েটদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং সবার মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button