বরিশালে এনসিপি সমন্বয় সভা শেষে জাতীয় ছাত্রশক্তি নেতৃবৃন্দকে সাংগঠনিক দিকনির্দেশনা দেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | রবিবার, ৩ নভেম্বর ২০২৫:
বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা ও মহানগর সমন্বয় সভা শেষে দলীয় অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ।

তিনি ছাত্রনেতৃবৃন্দকে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, নেতৃত্ব ও সমাজসেবার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার আহ্বান জানান। তরুণদের অংশগ্রহণ বাড়িয়ে আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা সংগঠনকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসনাত আবদুল্লাহ এবং প্রধান বক্তা ছিলেন আরিফুল ইসলাম আদীব। সভার সভাপতিত্ব করেন আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বরিশাল জেলা।



