বরিশালে নিরাপদ সড়ক ও দুর্ঘটনা রোধে লাল সবুজ সোসাইটির সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান

বরিশালের ইউরোপ কনভেনশন হলে লাল সবুজ সোসাইটির উদ্যোগে “নিরাপদ সড়ক ও সড়ক দুর্ঘটনা রোধ” শীর্ষক এক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাল সবুজ সোসাইটি বরিশাল জেলা সভাপতি জান্নাতুল মাওয়া মৌ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের ডিসি জনাব মোঃ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল মহানগর সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সদস্য সচিব মোঃ আবু সাঈদ ফেরদৌস এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা সেক্রেটারি ডা. মনিষা চক্রবর্তী।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ ও বরিশালের সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সড়ক দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে ট্রাফিক আইন মেনে চলা, পথচারী ও চালকদের সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে জনসাধারণকে নিরাপদ সড়ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে।



