ক্যাম্পাস
ছুটির দিনেও রাকসু ঘিরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা

সাপ্তাহিক ছুটির দিনেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে শুক্রবার (১০ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিন থাকায় অন্যান্য দিনের তুলনায় প্রচারণা কিছুটা কম।
এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ চালাতে দেখা গেছে প্রার্থীদের। ভোটারদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা।
আগামী ১৪ অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩ পদে লড়ছেন ২৪৭ প্রার্থী। মোট ভোটার ২৯ হাজার। দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন।