জাতীয় যুব শক্তির বরিশাল জেলা ও মহানগরের সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় যুব শক্তির বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও আহ্বায়ক, এনসিপি বরিশাল জেলা। তিনি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করাই জাতীয় যুব শক্তির মূল লক্ষ্য। সংগঠনকে তৃণমূল পর্যন্ত শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুব শক্তির বনি আমিন। তিনি বলেন, যুব শক্তিই আগামীর নেতৃত্ব তৈরি করবে। আদর্শিক রাজনীতির মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে।
বরিশাল জেলা এনসিপির সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ ফেরদৌস বলেন, জেলা ও মহানগরের মধ্যে সমন্বয় বৃদ্ধি পেলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব আবেদ আহমেদ রনি বলেন, যুব নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখাই এখন সময়ের দাবি।
সাংগঠনিক সম্পাদক আসিফ আলি তার বক্তব্যে বলেন, ওয়ার্ড ও থানা পর্যায়ে কমিটি শক্তিশালী করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হাসান এবং প্রচার সম্পাদক নাজমুল হাসান বলেন, সংগঠনের তথ্যপ্রবাহ ও প্রচার কার্যক্রম আধুনিক ও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়াও মহানগর এনসিপির মিজানুর রহমান, মোহন হোসেনসহ জাতীয় যুব শক্তির জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

