
নিউজ রিপোর্ট || ববি প্রতিনিধ:
জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইয়াসিন আল আমিন এবং এস এম ওয়াহিদুর রহমান।
এছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রাশেদুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন শারমিলা জামান সৌরভি ও তাহমিদ ইসলাম তুর্য। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন শহিদুল ইসলাম শাহেদ।
আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে।




