জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা আহ্বায়ক কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণ, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি, হাদিহত্যার বিচার দাবি এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা। সভা পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ ফেরদৌস। এছাড়াও জেলা আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। পাশাপাশি হাদিহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে দলীয়ভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানান তারা। সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনগণের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



