
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মার্কেটিং বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে শহীদ হাদি হত্যার বিচারের দাবিতে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে তাদের ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শহীদ হাদির হত্যাকাণ্ড একটি নির্মম ও নৃশংস ঘটনা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় তারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচিতে “শহীদ হাদি হত্যার বিচার চাই” শ্লোগান সংবলিত ব্যানার প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা জানান, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাবেন।
এ সময় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।




