Uncategorizedক্যাম্পাসসারাদেশ
সরকারি বি এম কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্বে রাকিবুল ইসলাম জুবায়ের সভাপতি ও ওয়ালিদ বিন সালাউদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

সরকারি ব্রজমোহন (বি এম) কলেজ ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে। নির্বাচনে রাকিবুল ইসলাম জুবায়ের সভাপতি এবং ওয়ালিদ বিন সালাউদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের বলেন, “এই জয় ছাত্রদলের তৃণমূলের ঐক্যের প্রতিফলন। আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব।”
সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, “ছাত্রদের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমরা সবসময় অগ্রণী ভূমিকা রাখব।”
নির্বাচনোত্তর পরিবেশে বিজয়ী নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন সহকর্মী ও সমর্থকরা।



