ক্যাম্পাসসারাদেশ

ভিপি-জিএসে এগিয়ে ছাত্রশিবির, এজিএসে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন শেষে চলছে ভোট গণনা। ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে ৫টি কেন্দ্রের ফলাফল। এগুলোতে ভিপি-জিএস পদে এগিয়ে আছেন ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন রনি ও সাঈদ বিন হাবিব। আর এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে আছেন।

শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ঘোষিত ফলাফলে ছাত্রশিবির–সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রদল–মনোনীত প্যানেল।

ভিপি-জিএসে এগিয়ে ছাত্রশিবির, এজিএসে ছাত্রদল

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এই হোস্টেলে মোট ভোটার ছিলেন ১৫৬ জন, এর মধ্যে ১২৪টি ভোট কাস্ট হয়েছে।

ফলাফলে চাকসুর ভিপি পদে ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট এবং সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।

জিএস পদে সম্প্রীতির শিক্ষার্থী জোটের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন ১৪ ভোট এবং সুদর্শন চাকমা ২৯ ভোট পান।

এজিএস পদে ছাত্রদলের তৌফিক পেয়েছেন সর্বাধিক ৩৮ ভোট, আর সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ১১ ভোট।

এছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদের ফলাফলও ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি পদে খন্দকার মাসরুল আল ফাহিম, সাধারণ সম্পাদক (জিএস) পদে মোহাম্মদ আফসার সরকার, ক্রীড়া ও ক্যান্টিন সম্পাদক পদে সুকুমার রায়, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. ফরহাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক পদে আশিক বাবু, স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক পদে জামিল হোসেন এবং সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে তুষার দে নির্বাচিত হয়েছেন।

মাস্টার দা সূর্য সেন হলের ভোটের ফলাফলে ভিপি ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির প্যানেলের প্রার্থী।

রাত ১১ টার দিকে বিজ্ঞান অনুষদ ভবনের ডিন অফিসে এ হলের ফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার ও সদস্যসচিবের উপস্থিতিতে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ ড. আল আমীন।

ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ১৪১ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ১৭৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।  ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট।

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক ১৭০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৬৫ ভোট।

অতীশ দীপঙ্কর হলের ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ২২৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৯০ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব ৮৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।  ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন ১৬৪ ভোট।

এজিএস পদে ছাত্রদল সমর্থিত আইয়ুবুর রহমান তৌফিক ২৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। শিবিরে প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৪৫ ভোট।

এই হল সংসদে ভিপি পদে রিপুল চাকমা ২১৭ ভোট ও জিএস মো. কবির আলী ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়া এজিএস অনন্ত কির্ত্তনীয়া ১৭৫, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক রুমনজয় তঞ্চঙ্গ্যা ২৯৭, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনষা ত্রিপুরা ৩০৫, দপ্তর সম্পাদক অরিয়ন চাকমা ৩১২ ভোট পেয়ে জয় লাভ করেন।

সোহরাওয়ার্দী হলের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবিরের ইব্রাহিম হোসেন রনি ১৪৮৮ এবং ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় ৬৮০ ভোট পেয়েছে। জিএস পদে ছাত্রশিবিরের সাইদ বিন হাবিব ১৪০৪ এবং ছাত্রদলের মো. শাফায়েত হোসেন  ৪৫৮ ভোট পেয়েছেন।

এজিএস পদে ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্না ৯০৬ এবং ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৮৬৮ ভোট পেয়েছেন।

এছাড়া সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি পদে নেয়ামতুল্লাহ ফারাবী,  জিএস মো. নুরুন্নবী সোহান বিজয়ী হয়েছেন।

শহীদ আবদুর রব হলে ফলাফলে ভিপি পদে ছাত্রশিবিরের ইব্রাহিম হোসেন রনি ৬৪৯ এবং ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় ২৮২ ভোট পেয়েছেন। জিএস পদে ছাত্রশিবিরের সাইদ বিন হাবিব ৬৩৬ এবং ছাত্রদলের মো. শাফায়েত হোসেন  ১৫৭ ভোট পেয়েছেন।

এজিএস পদে ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্না ৩৬৩ এবং ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক ৫৪০ ভোট পেয়েছেন।

এছাড়া হল সংসদে ভিপি পদে মো. বোরহান উদ্দিন, জিএস পদে মনির হোসেন, এজিএস পদে মো. আবু বক্কর বিজয়ী হয়েছেন।

বাকি কেন্দ্রগুলোর ফলাফল গণনা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button