
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বরিশাল মহানগর শাখার আওতাধীন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এ কমিটি কার্যকর থাকবে।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর গণতান্ত্রিক ছাত্রসংসদ জানায়, নতুন আহ্বায়ক কমিটি কলেজের ছাত্রদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে।

সংগঠনের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তারা শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী দিনগুলোতে কলেজে সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।