বরিশালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা ও মহানগর সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | রবিবার, ৩ নভেম্বর ২০২৫:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে বরিশাল জেলা ও মহানগর শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সেবা ও জাতীয় উন্নয়নই এনসিপির মূল লক্ষ্য।”
সভায় প্রধান বক্তা ছিলেন জনাব আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এনসিপি
ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি
ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, এনসিপি
আরিফুর রহমান তুহিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি
আসাদ বিন রনি, সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি
মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য, এনসিপি।
সভায় সভাপতিত্ব করেন আবু সাঈদ মুসা, কেন্দ্রীয় সদস্য ও প্রধান সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বরিশাল জেলা।
বক্তারা দলীয় ঐক্য, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেন। সভায় বরিশাল জেলা ও মহানগর এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



