১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় আজ থেকে পরবর্তী ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সিদ্ধান্তে জানানো হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা এই সময়ে স্থগিত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে নিজ নিজ আবাসিক হল খালি করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো শিক্ষার্থীকে হলে অবস্থান না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে হলগুলোতে নোটিশ পাঠানো হয়েছে। এ সময়ের মধ্যে আবাসিক ভবনগুলো পরিদর্শন, নিরাপত্তা মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারকাজ পরিচালনা করবে সংশ্লিষ্ট দপ্তর।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিস ও প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে বলে জানানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে।



