
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দারুণ সাফল্য দেখিয়েছে বরিশাল সরকারি মহিলা কলেজ (BGWC)। বরিশাল শিক্ষা বোর্ডে সর্বোচ্চ জিপিএ-৫ এবং ৯৭.৯৫ শতাংশ পাশের হার অর্জন করে বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে কলেজটি।
এই অসাধারণ ফলাফল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ পুরো বরিশালবাসীর গর্বের বিষয় হয়ে উঠেছে। কলেজের অধ্যক্ষ জানান, নিয়মিত পাঠদান, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
বরিশাল সরকারি মহিলা কলেজের এই সাফল্য শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণাঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে অভিমত জানিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।