সারাদেশ

মিয়ানমার রোহিঙ্গা ফেরত না নিলে আরাকান বাংলাদেশকে দেওয়ার দাবি”—বরিশালের মোহন হোসাইন ফেসবুক পোস্টে কড়াকড়ি, সেনা প্রস্তুতির নির্দেশনা

বরিশালের সংগঠক মোহন হোসাইন (বরিশাল মহানগর, এনসিপি) তার ফেসবুক পেজে একটি প্রকাশ্যে বক্তব্যে বলেছেন—“মিয়ানমার যদি রোহিঙ্গাদের ফেরত নিতে না চায় তবে তার একটাই সমাধান; মিয়ানমারে রোহিঙ্গাদের আবাসস্থল আরাকান বাংলাদেশকে দিয়ে দেওয়া।” তিনি আরো বলেন, “আর তারা দিতে অপারগতা প্রকাশ করলে আরাকান দখল করাই এখন একমাত্র উপায়।”

মোহন হোসাইন তার পোস্টে এটাও দাবি করেন যে, যেই ব্যক্তি ঐ দৃঢ় মানসিকতা বজায় রাখবে তাকে ভবিষ্যতের সেনা প্রধান করা উচিত। যদি এই মুহূর্তে সেনাবাহিনীর সেই সক্ষমতা না থাকে, তবে তিনি দাবি করেছেন আগামী এক বছরের মধ্যে পর্যাপ্ত সেনা নিয়োগ ও ট্রেনিং দিয়ে সক্ষম করা হবে। পোস্টের ভাষায় তিনি সতর্ক করতে চেয়েছেন—“বাংলাদেশ কারও খেলার পাত্র হবে না” এবং রাজনৈতিক স্লোগান দিয়ে এটি সমাপ্ত করেছেন: “বাংলাদেশ পন্থী রাজনীতি জিন্দাবাদ — ইনকিলাব জিন্দাবাদ।”

এই মন্তব্যে মিয়ানমার-সংক্রান্ত ভূ-রাজনৈতিক ও সামরিক প্রয়োগ নিয়ে স্পষ্টভাবে আগ্রাসী রূপরেখা উঠে এসেছে, যা সংবেদনশীল ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য নিয়ে আইনগত, কূটনৈতিক ও নিরাপত্তাগত প্রশ্নও উত্থাপিত হতে পারে।

এই রিপোর্টে উদ্ধৃত সব বক্তব্য ফেসবুক পোস্ট থেকে নেওয়া; রিপোর্টটি কোনোভাবেই উক্ত বক্তব্যকে সমর্থন করে না—এটি কেবল পোস্টের বিষয়বস্তুকে সাঙ্গঠনিক ও সংবদ্ধভাবে উপস্থাপন করেছে। প্রকাশনাকারীর পক্ষ থেকে কোনও অতিরিক্ত ব্যাখ্যা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button