মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদ ও বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন এনসিপি নেতা নাজমুল হাসান

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা অর্জনে অংশগ্রহণকারী দেশপ্রেমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বরিশাল জেলা সমন্বয় কমিটির সদস্য মো: নাজমুল হাসান।
বিজয় দিবস উপলক্ষে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, শহীদদের ত্যাগ ও রক্তের বিনিময়েই বাংলাদেশ আজ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেম, ঐক্য ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পোস্টে তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।



