জাতীয়সারাদেশ

মহান বিজয় দিবসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগরের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বরিশাল নগরীর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এনসিপির বরিশাল জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মত্যাগ স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় এনসিপির বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button