বর্ণাঢ্য আয়োজনে বরিশালে পালিত হচ্ছে মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হচ্ছে বরিশালে। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকালে শহরের গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিজয় র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরী সাজানো হয় আলোকসজ্জা ও জাতীয় পতাকায়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল দেশাত্মবোধক গান ও আনন্দঘন পরিবেশ।



