সারাদেশ

বরিশাল-৫ আসনকে ঘিরে এনসিপির মতবিনিময় সভা: নির্বাচনী প্রস্তুতিতে কর্মীদের উচ্ছ্বাস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল ক্লাবে আজ এক মতবিনিময় সভার আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর সহযোগী সংগঠনসমূহ। বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থীকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই সভায় দলীয় নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

১১ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনী পরিবেশ, সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আদর্শ, উন্নয়ন-ভিশন এবং নির্বাচনী কৌশল তুলে ধরেন তারা।

আলোচনা সভাটি শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যায়। সভা শেষে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারা মাঠপর্যায়ে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদার করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button