সারাদেশ

বরিশাল-৪ আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন আবু সাঈদ মুসা

বরিশাল: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

গতকাল দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহের পর আবু সাঈদ মুসা বলেন, “বরিশাল-৪ আসনের জনগণের সেবা করা আমার অঙ্গীকার। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনই আমার মূল লক্ষ্য।”

এনসিপি সূত্র জানায়, আসন্ন নির্বাচনে দলটি দেশের প্রতিটি অঞ্চলে যোগ্য ও কর্মীবান্ধব প্রার্থী মনোনয়নের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে চায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button