
আগামী সপ্তাহে বরিশাল বিভাগের প্রতিটি জেলায় দলীয় কার্যক্রমের অংশ হিসেবে সফর করবেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
সূত্র জানায়, এ সফরের মাধ্যমে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন।
সফরসূচি অনুযায়ী তিনি প্রথমে বরিশাল জেলায় দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন। এরপর পর্যায়ক্রমে পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলায় স্থানীয় ইউনিটগুলোর সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
দলের একাধিক সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলে সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই এ সফরের মূল উদ্দেশ্য।
স্থানীয় নেতাকর্মীরা হাসনাত আব্দুল্লাহর এই সফরকে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে নতুন উদ্দীপনা হিসেবে দেখছেন।



