বরিশাল টাউনহলের সামনে এনসিপির গণমিছিল — হাসিনার রায় কার্যকর ও আওয়ামী লীগের বিচারের দাবি

বরিশাল টাউনহলের সামনে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতা-কর্মীরা সকালে টাউনহল চত্বরে সমবেত হয়ে মিছিলটি শুরু করেন।
গণমিছিলে অংশগ্রহণকারীরা “হাসিনার রায় দ্রুত কার্যকর” এবং “দল হিসেবে আওয়ামী লীগের বিচার”– এই দুটি প্রধান দাবি তুলে ধরেন। মিছিল শুরুর আগে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা বলেন, আইনের রায় বাস্তবায়ন জনগণের ন্যায়বিচারের প্রশ্ন, আর আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগগুলোর বিচার এখন সময়ের দাবি।
গণমিছিলটি টাউনহল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে। পুরো মিছিল জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এনসিপি নেতারা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।



