
বরিশালে আয়োজিত ৮ দলের মহাসমাবেশে উপচে পড়া জনতার ঢল নেমে এসেছে। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে শহরজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যা বরিশালের রাজনৈতিক ইতিহাসে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সকালের পর থেকেই বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল-সমাবেশ নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুর নাগাদ পুরো মাঠ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশাল জনসমাগমের কারণে শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হয়।

সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেন। বক্তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনেকের মতে, এ সমাবেশ শুধু একটি রাজনৈতিক প্রদর্শনী নয়; বরং জনমানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন। বরিশালের ইতিহাসে এত বড় জনসমাগম এর আগে খুব কমই দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সর্বোচ্চ সতর্ক অবস্থায়। পুরো এলাকা পর্যবেক্ষণে ছিল ড্রোন ক্যামেরা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন।
সমাবেশ শেষে ফেরার পথে জনতার ঢলেও দীর্ঘ যানজট সৃষ্টি হলেও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



