সারাদেশ

বরিশালে ধর্ষণ প্রতিরোধ সংগঠনের সদস্য সচিবের বিরুদ্ধে আহবায়কের ধর্ষণ মামলা

 বরিশালে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও মারধরের অভিযোগে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সদস্য সচিব সুয়ান আল তালুকদারে বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেছেন ধর্ষণ প্রতিরোধ মঞ্চের আহবায়ক সুলাইমা জান্নাত সিফা।

এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অভিযুক্ত সুয়ান আল তালুকদারের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ও স্থানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

সর্বশেষ গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে কোতয়ালী থানাধীন সদর রোডের একটি আবাসিক হোটেলে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তীতে তাকে আরও নির্যাতন করা হয়।

এজাহারে আরও বলা হয়, গত ১৭ ডিসেম্বর নবগ্রাম রোড এলাকায় বিয়েতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত মোটরসাইকেলের হেলমেট দিয়ে আঘাত করলে ভুক্তভোগী গুরুতর আহত হন।

উল্লেখ্য, চলিত বছরের ৯ আগষ্ট সুলাইমা জান্নাত সিফাকে আহবায়ক ও সুয়ানকে সদস্য সচিব করে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ বরিশাল বিভাগীয় কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এর কিছুদিন পর অবশ্য সংগঠনটির নাম পরিবর্তন করে ‘রেভিটা’ করা হয়। সংগঠনটির মূল লক্ষ ছিলো- ধর্ষণ সহ সমাজের নামা অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। অবশেষে সেই সংগঠনের শীর্ষ দুুই নেতার এমন কাণ্ডে ঝড় উঠেছে সর্বত্র।

বিভিন্ন আন্দোলনে বরিশালে সক্রিয় ভূমিকায় ছিলেন সুয়ান। তার বিরুদ্ধে ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ উঠলে গত আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তারও করে। তবে কিছুদিনের মধ্যে সে জামিনে বের হন। ওইসময় সুয়ান নিজেকে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি দাবি করেন।

অপরদিকে কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button