বরিশালে তরুণীকে ধর্ষণে ৪ জনের ফাঁসি

বরিশালে তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম তিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। একইসাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
দণ্ড পাওয়া আসামিরা হলেন—রাসেল গাজী, রাজিব জমাদ্দার, মো. জাহিদ ও খোকন খান। এর মধ্যে আসামি খোকন খান পলাতক রয়েছে। আসামি চারজনই বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা জানান, ধর্ষণের শিকার হওয়ার তরুণী (১৮) বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের মাসুম হাওলাদারের স্ত্রী। ২০১৬ সালের ১০ নভেম্বর তরুণী বাসা থেকে এক লাখ টাকা নিয়ে বের হয়ে শেবাচিম হাসপাতালে যাচ্ছিল। এসময় সে একটি অটোরিকশায় উঠলে চালক তাকে অনত্র নিয়ে যায়। তিনি ডাকচিৎকার করলে আসামিরা তাকে মারধর করে। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় খ্রিস্টান পাড়ায় জঙ্গলের মধ্যে নিয়ে ধর্ষণ করে। পরদিন সকালে তার পরিবার তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
এ ঘটনার পরদিন ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করে। পরে কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আতাউর রহমান ২০১৭ সালের ২৩ নভেম্বর আদালতে চার্জশিট দেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন।
রায়ে সন্তোশ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।



