সারাদেশ

বরিশালে এনসিপি’র সমন্বয় সভা: ২ নভেম্বর হাসনাত আবদুল্লাহর আগমন উপলক্ষে প্রস্তুতি চূড়ান্ত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা ও মহানগর শাখার যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আগমন উপলক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ০২ নভেম্বর (রবিবার) বিকেল ৩টায় বরিশাল সফরে আসছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তাঁর আগমনকে ঘিরে বরিশাল জেলা ও মহানগর এনসিপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

সভায় আগামীর কর্মসূচি, সমাবেশস্থল প্রস্তুতি, স্বাগত মিছিল ও সংগঠনের সার্বিক কার্যক্রমের সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের সংগঠকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button