সারাদেশ

নতুন যাত্রায় Channel Today: অফিস উদ্বোধনে দোয়া অনুষ্ঠান

আজ ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখে গণমাধ্যম প্রতিষ্ঠান Channel Today-এর নতুন অফিস উদ্বোধন উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে নতুন অফিসের শুভ সূচনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Channel Today-এর সম্পাদক, সহ-সম্পাদক, বার্তা সম্পাদকসহ প্রতিষ্ঠানের রিপোর্টারবৃন্দ। এছাড়াও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল জেলার সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের নায়েবে আমীর মাহমুদ হোসেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা Channel Today-এর উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ।
দোয়া অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নতুন অফিস পরিদর্শন করেন এবং Channel Today পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শুভাকাঙ্ক্ষী গণও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button