গুগলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এআই ‘অ্যাটলাস’ ব্রাউজার আনলো ওপেনএআই

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ওয়েব ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ উন্মোচন করেছে। গুগলের জনপ্রিয় ব্রাউজার ক্রোমের সঙ্গে প্রতিযোগিতা করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার (২২ অক্টোবর) ম্যাকওএস-এর জন্য অ্যাটলাস উন্মুক্ত করা হয়।
ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, অ্যাটলাস সম্পূর্ণভাবে চ্যাটজিপিটিকে কেন্দ্র করে তৈরি এবং এতে প্রচলিত অ্যাড্রেস বার বা ওয়েব ঠিকানার ঘর নেই— যা ব্রাউজিংয়ের প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে।
নতুন ব্রাউজারের মাধ্যমে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তাদের বিনিয়োগ থেকে আয় বাড়ানোর নতুন পথ খুঁজছে। ওপেনএআই জানিয়েছে, অ্যাটলাসে একটি ‘পেইড এজেন্ট মোড’ থাকবে, যা ব্যবহারকারীর পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে অনুসন্ধান পরিচালনা করবে। এই ফিচারটি কেবলমাত্র চ্যাটজিপিটি’র অর্থপ্রদত্ত গ্রাহকদের জন্য উন্মুক্ত থাকবে। এটি ব্যবহারকারীর ব্রাউজিং প্রেক্ষাপটে কাজ করে অনুসন্ধানকে আরও দ্রুত ও কার্যকর করে তুলবে।
ওপেনএআই সম্প্রতি তাদের অনলাইন পরিষেবায় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে ই-কমার্স প্ল্যাটফর্ম ইটসি ও সপিফাই এবং বুকিং সাইট এক্সপেডিয়া ও বুকিংডটকম–এর সঙ্গে অংশীদারিত্ব।
চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত ওপেনএআই ডেভডে ইভেন্টে অল্টম্যান জানান, বর্তমানে চ্যাটজিপিটি’র সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৮০০ মিলিয়ন, যা ফেব্রুয়ারিতে ছিল ৪০০ মিলিয়ন।
টেক বিশ্লেষক প্যাট মুরহেড বলেন, ‘প্রাথমিক ব্যবহারকারীরা অবশ্যই নতুন ওপেনএআই ব্রাউজারটি ব্যবহার করে দেখবেন।’
তবে তিনি সন্দেহ প্রকাশ করেন যে এটি গুগল ক্রোম বা মাইক্রোসফট এজের জন্য বড় হুমকি হয়ে উঠবে কিনা, কারণ সাধারণ ব্যবহারকারীরা সম্ভবত তাদের পরিচিত ব্রাউজারেই নতুন ফিচারের অপেক্ষা করবেন।
মুরহেড আরও বলেন, ‘মাইক্রোসফট এজ ইতিমধ্যেই অনেকগুলো অনুরূপ সুবিধা দিচ্ছে।’
ওপেনএআই-এর এই পদক্ষেপ এমন সময় এলো, যখন এক বছর আগে যুক্তরাষ্ট্রে আদালত গুগলকে অনলাইন সার্চে অবৈধ একচেটিয়া ক্ষমতার অধিকারী ঘোষণা করে। যদিও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ক্রোম ব্রাউজার আলাদা করার দাবি করলেও আদালত তা প্রত্যাখ্যান করে।
এদিকে, বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংখ্যক ইন্টারনেট ব্যবহারকারী এখন চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (LLM) ব্যবহার করে উত্তর ও পরামর্শ খোঁজেন।
গবেষণা প্রতিষ্ঠান ডেটস-এর তথ্যমতে, ২০২৪ সালের জুলাই পর্যন্ত ডেস্কটপ সার্চের ৫.৯৯ শতাংশ এখন LLM-এর মাধ্যমে হচ্ছে, যা এক বছরের ব্যবধানে দ্বিগুণ।
অন্যদিকে, গুগলও এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে এবং গত এক বছর ধরে সার্চ ফলাফলে এআই-নির্ভর উত্তর প্রদানে অগ্রাধিকার দিচ্ছে।
ওপেনএআই-এর নতুন ব্রাউজার ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’ প্রযুক্তি জগতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এটি সার্চ ও ব্রাউজিং অভিজ্ঞতায় চ্যাটজিপিটির সরাসরি একীভূত ব্যবহার এনে দিয়েছে।
যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল ও মাইক্রোসফটের প্রতিষ্ঠিত অবস্থানের কারণে অ্যাটলাসের জন্য বাজারে শক্ত অবস্থান তৈরি করা সহজ হবে না, তবুও এটি ভবিষ্যতের ব্রাউজিংয়ের নতুন ধারা নির্ধারণ করতে পারে।
সূত্র: বিবিসি নিউজ।