বরিশালের উজিরপুরে আগামী ৩০ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা নদীতে, শিকারপুর সরকারি ডিগ্রি কলেজ প্রান্ত থেকে কালীরবাজার, উজিরপুর পৌরসভা প্রান্ত পর্যন্ত।
স্থানীয় আয়োজক সূত্রে জানা যায়, এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে একাধিক দল অংশগ্রহণ করবে। নদীর তীরজুড়ে হাজারো দর্শকের সমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা করছেন।
নৌকা বাইচকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।
প্রতিবছরের মতো এবারও নৌকা বাইচ প্রতিযোগিতা সন্ধ্যা নদী তীরবর্তী মানুষের ঐতিহ্য, ক্রীড়া ও আনন্দ-উৎসবের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।



